খুব সহজ সরল এক ছেলে রাশেদ । রাশেদদের ছোট সংসার ! বাবা মা আর ভাই বোন নিয়ে সুখের সংসার। সংসারে অভাব আছে, আছে নানা কষ্ট , ও না পাওয়ার গল্প । তারপরও তাদের সংসারটা অনেক সুখের । নানা ঝামেলার মাঝেও এই সুখটুকু রাশেদকে মানসিক প্রশান্তি দ্যায় । সে আসলে কিছুটা অদ্ভুদ প্রকৃতির মানুষ !! তার চারপাশে তারচাইতেও আরও অনেক অদ্ভুদ প্রকৃতির মানুষ আছে তবে রাশেদের বিষয়টা একটু আলাদা ! সে সব সময় সাধারনই থাকে ,তার যতসব অদ্ভুতুরে বিষয়গুলো দেখা দ্যায় যখন সে একা থাকে । কোন একদিন কোন একজন মানুষ তার এইসব অদ্ভুদ বিষয় নিয়ে বলেছিল- “তুমি যে আসলে কি না ?” সত্যি তাই , সে তো আসলেএকটা “কি” ই ! এই “কি” জিনিসটা কেউ বুঝে না , রাশেদও প্রথম দিকে বুঝত না কিন্তু এখন সে বোঝে । এই যে তার অদ্ভদ অদ্ভুদ অনুভুতি, কেমন-কেমন লাগা সে নিজেই এইটার নাম দিয়েছে “কি” ।
দুনিয়ার সব কিছুতেই রাশেদের অনেক আগ্রহ । রাস্তা দিয়ে একটা গাড়ি গেলে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, গাছের পাতা বাতাসে নড়ে উঠলে সে সেই শব্টা শোনার চেষ্টা করে, শূন্য দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে মানুষের রাস্তা দিয়ে হাঁটাচলা দেখে । এ সব কিছুই তার কাছে অনেক সুন্দর মনে হয় । এমন কি একবুক নিকোটিন টানার পর যখন ধোয়াগুলো কুন্ডলী পাকিয়ে সামনে উড়তে থাকে, সেখানেও সে সৌন্দর্য্য খুজেঁ পায় :D
তার সবচাইতে ভাল লাগে মানুষকে হাসতে দেখলে ।
কেউ হাসলে রাশেদের এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করে । এজন্য অবশ্য তাকে কম বিড়ম্বনা পোহাতে হয় নাই তবে সে অন্য কথা !! এখন রাশেদ তাই অনেক সতর্ক !! কাউকে হাসতে দেখলেই সে আর হা করে তাকায় না ! লুকিয়ে লুকিয়ে দেখে ;-)
ইদানিং সে অন্য একটা উপায় বের করেছে । রাশেদ খেয়াল করে দেখেছে কি অল্পতেই না মানুষ খুশি হয় । এখন সে আশেপাশের মানুষগুলোকে নানা ভাবে খুশি করার চেষ্টা করে ।
একটা ভাল কথা বা সামান্য হাসিও যে মানুষকে কতটা খুশি করতে পারে,সেটা না দেখলে বুঝিয়ে বলা সম্ভব নয় । মানুষ খুশি হয় আর রাশেদ সেটা প্রান ভরে দেখে ।
প্রতিনিয়ত রাশেদের চারপাশের মানুষগুলো বদলে যাচ্ছে, কত দ্রুতই না বদলে যাচ্ছে কিন্তু রাশেদ বদলাতে চায় না । সে আসলে “কি” ই থাকতে চায়।
রাত প্রায় দুটো ! রাশেদ এখন শুয়ে আছে পিচঢালা পাকা রাস্তায় ! আকাশে মেঘ থাকলেও হঠাৎ হটাৎ দুই একটা তারা মেঘ ফুরে উকিঁ দিচ্ছে।
রাশেদের কিছু ভাল লাগছে না আবার খারাপও লাগছে না । হা করে, শূন্য দৃষ্টিতে সে চেয়ে আছে আকাশের দিকে…………………..
Monday, July 17, 2017
একজন রাশেদের কথা
Subscribe to:
Posts (Atom)