এইটা
একটা স্বপ্ন বিষয়ক পোষ্ট , যদিও এই সব স্বপ্ন টপ্ন কেন জানি আমার আসে না !
তাছাড়া আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার চাইতে দিনের বেলা জেগে স্বপ্ন
দেখতেই পছন্দ করি, কেননা এইটা বাস্তব হওয়ার সম্ভাবনাই বেশি । একটা সময় ছিল
মানুষের স্বপ্নের গল্প শুনতে শুনতে আমি
“মানুষ কেন স্বপ্ন দেখে “ এই জাতীয় বিষয় পড়ে যে জ্ঞান লাভ করেছিলাম তার
প্রয়োগও করার চেষ্টা করছিলাম !!!! রীতিমত প্রাকটিস ম্যাচ খেলে আসল ম্যাচের
অপেক্ষায় থাকার মত । কিন্তু অনেক চেষ্টা করেও আমি স্বপ্ন দেখিনি , হ্যাঁ
মাঝে মাঝে টুকটাক, ছোট স্বপ্ন দেখেছি বটে কিন্তু সকালে ঘুম থেকে উঠে যখন
মনে করার চেষ্টা করেছি , তখন দেখি মাথা পুরাই empty !!!! এটা নিয়েও মজার
ঘটনা আছে , স্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙ্গে গেছে , সাথে সাথে মোবাইল এর মেসেজ
অপশনে যা মনে আছে শর্টহ্যান্ডে লিখে রেখেছি কারন সকাল বেলা তো আবার সেটা
মনে থাকবে না !!!
যাইহোক গতরাতে আমি অনেক লম্বা একটা স্বপ্ন দেখেছি এবং সেটা কেন জানি খুব সুন্দর ভাবে মনে আছে । আসলে গত কয়েকদিন থেকে মনটা কিছুটা বিক্ষিপ্ত , বাবা মা দুজনই অসুস্থ্য !!! কর্মস্থলে কাজের চাপ,পারিবারিক টেনশন আর সামাজিক কিছু বিষয় নিয়ে চাপটা কাটানোর জন্য গতকাল বেশকিছু সময় বন্ধুদের সাথে আড্ডা দিলাম । কয়েকঘন্টার নির্মল সেই আড্ডাটা সত্যিই মনটা কিছুটা হালকা করে দিয়েছে । সেই সাথে গতরাতে আমার প্রিয় একজন মানুষ পানির রাজ্য টাঙ্গুয়ার হাওড়ে বেরাতে যাওয়ার একটা “ট্যুর প্লান” ঘোষনা করেছে , আমি অনেকদিন থেকেই সেখানে যেতে চাচ্ছি তাই এইটা দেখার পর আরও excited হয়ে গেছিলাম । সবমিলে জগাখিচুরি মার্কা একটা স্বপ্ন !!! ভাবছেন স্বপ্নে কি দেখলাম সেটা নিয়ে আপনাদের সামনে প্যাচাল পারছি কেন ? স্বপ্ন নিয়ে এত কথা বলছি শুধুমাত্র একটা অনুভুতি শেয়ার করার জন্য .. গতরাতের অনেক দৃশ্যই মনে আছে কিন্তু “ নৌকার পাটাতনে দুইদিকে ২ হাত মেলে শুয়ে আছি আমি , উপরে নীল আকাশ নীচে সাদা পানি , চারিদিকে যেদিকেই তাকাই শুধু পানি আর পানি ,পানি আর পানি..............এই দৃশ্যটা আমি কোন মতেই ভুলতে পারছি না । অপেক্ষায় আছি বাস্তবে সেই রকম একটা দৃশ্যের জন্য !!!
যাইহোক গতরাতে আমি অনেক লম্বা একটা স্বপ্ন দেখেছি এবং সেটা কেন জানি খুব সুন্দর ভাবে মনে আছে । আসলে গত কয়েকদিন থেকে মনটা কিছুটা বিক্ষিপ্ত , বাবা মা দুজনই অসুস্থ্য !!! কর্মস্থলে কাজের চাপ,পারিবারিক টেনশন আর সামাজিক কিছু বিষয় নিয়ে চাপটা কাটানোর জন্য গতকাল বেশকিছু সময় বন্ধুদের সাথে আড্ডা দিলাম । কয়েকঘন্টার নির্মল সেই আড্ডাটা সত্যিই মনটা কিছুটা হালকা করে দিয়েছে । সেই সাথে গতরাতে আমার প্রিয় একজন মানুষ পানির রাজ্য টাঙ্গুয়ার হাওড়ে বেরাতে যাওয়ার একটা “ট্যুর প্লান” ঘোষনা করেছে , আমি অনেকদিন থেকেই সেখানে যেতে চাচ্ছি তাই এইটা দেখার পর আরও excited হয়ে গেছিলাম । সবমিলে জগাখিচুরি মার্কা একটা স্বপ্ন !!! ভাবছেন স্বপ্নে কি দেখলাম সেটা নিয়ে আপনাদের সামনে প্যাচাল পারছি কেন ? স্বপ্ন নিয়ে এত কথা বলছি শুধুমাত্র একটা অনুভুতি শেয়ার করার জন্য .. গতরাতের অনেক দৃশ্যই মনে আছে কিন্তু “ নৌকার পাটাতনে দুইদিকে ২ হাত মেলে শুয়ে আছি আমি , উপরে নীল আকাশ নীচে সাদা পানি , চারিদিকে যেদিকেই তাকাই শুধু পানি আর পানি ,পানি আর পানি..............এই দৃশ্যটা আমি কোন মতেই ভুলতে পারছি না । অপেক্ষায় আছি বাস্তবে সেই রকম একটা দৃশ্যের জন্য !!!
No comments:
Post a Comment